ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সেনাপ্রধানের প্রশংসায় সারজিস আলম

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৭, ২০২৫, ০২:৩৪ পিএম সেনাপ্রধানের প্রশংসায় সারজিস আলম

গত বছরের গণআন্দোলনে আহতদের চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের ভূমিকার প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (২৭ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সেনাপ্রধান আহতদের দেখতে যে পরিমাণবার সিএমএইচে গেছেন, তা সরকারের সব উপদেষ্টার সম্মিলিত পরিদর্শনের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, "২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রায় প্রতিটি শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়ে সেখানে চিকিৎসাধীন জুলাই আহতদের খোঁজখবর নিয়েছেন। কিছু ব্যতিক্রম ছাড়া এ ধারাবাহিকতা আজও অব্যাহত।"

তিনি আরও উল্লেখ করেন, সবচেয়ে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা ও ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থার অধিকাংশই হয়েছে ঢাকা সিএমএইচে, যেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানেই সেবা দেওয়া হচ্ছে।

সারজিস আলমের দাবি, শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের ক্ষেত্রে ‍‍`জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন‍‍` ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!