ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন: নাহিদ ইসলাম

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৭, ২০২৫, ০৪:৫০ পিএম নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন অপরিহার্য। এই নির্বাচনের মাধ্যমে জনগণ ও অভ্যুত্থানকারী জনতাই বাংলাদেশের ভবিষ্যৎ সংবিধান নির্ধারণ করবে।

রোববার (২৯ জুলাই) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকার পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা দেশজুড়ে সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছি। পুরনো আইন ও কাঠামো দিয়ে বাংলাদেশকে আর পরিচালিত হতে দেওয়া যাবে না। আমরা চাই একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে, যেখানে শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত হবে।”

তিনি বলেন, “গত বছরের জুলাই মাসে জীবন দিয়ে শেখ হাসিনার শাসনের অবসান ঘটানো হয়েছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনা যাঁরা গণহত্যার সঙ্গে জড়িত, তাঁদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।”

নেত্রকোনার বিভিন্ন সমস্যা তুলে ধরে এনসিপি আহ্বায়ক আরও বলেন, “এই অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার অবস্থা খুবই খারাপ। কর্মসংস্থানের সুযোগ সীমিত। আমরা এসব সমস্যার সমাধানে কাজ করতে চাই এবং জনগণের পাশে থাকতে চাই।”

নাহিদ ইসলাম বলেন, “একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য নতুন বন্দোবস্ত প্রয়োজন। সেই বন্দোবস্ত আসবে একটি জনগণের নির্বাচিত গণপরিষদের মাধ্যমেই।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!