কুড়িগ্রামের সদর উপজেলায় দিনের আলোয় মোটরসাইকেল ও নগদ প্রায় ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় অভিযোগ দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সুপারী ব্যবসায়ী জাহিদুল হক জানান, গত রোববার (১১ মে) দুপুর ২টার দিকে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর এলাকার একটি তেলের পাম্পে তেল নিতে গেলে স্থানীয় আজিজুল ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল ও সঙ্গে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তিনি মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হলেও নগদ টাকা আর ফেরত পাননি।
ঘটনার পরদিন রাতে তিনি কুড়িগ্রাম সদর থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের প্রায় তিন দিন পার হলেও পুলিশ এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি। এতে ভুক্তভোগীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আজিজুল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরেই নানা অপকর্মে জড়িত এবং তারা প্রভাবশালী একটি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ফলে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতেও ভয় পায়।
ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :