ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন মোংলার মৃধা ফারুকুল ইসলাম

কালের সমাজ | খান আশিকুজ্জামান, মোংলা (বাগেরহাট) মে ২৫, ২০২৫, ০৬:০৮ পিএম এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন মোংলার মৃধা ফারুকুল ইসলাম

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন বাগেরহাটের মোংলার কৃতিসন্তান মৃধা ফারুকুল ইসলাম। তিনি বর্তমানে মোংলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


আন্তর্জাতিক সংগঠন এশিয়ান সোস্যাল কালচারাল কাউন্সিল (ASCC) কর্তৃক এই সম্মাননা প্রদান করা হয়। ঢাকায় আয়োজিত “শেরে বাংলা এ কে ফজলুল হকের কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় তার হাতে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক অ্যাডভোকেট মো. মনির হোসেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বাগেরহাট-মোংলা অঞ্চলে দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কাজ এবং সাংগঠনিক নেতৃত্বে সক্রিয় ভূমিকার জন্য মৃধা ফারুকুল ইসলাম এই স্বীকৃতি পেয়েছেন।


এ সম্মাননায় প্রতিক্রিয়া জানিয়ে মৃধা ফারুকুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ। ছাত্রজীবন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম। বাগেরহাটের মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে পারা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।”


তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় প্রস্তুত। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা একান্তভাবে কাম্য।”


এই অর্জনে মোংলা ও বাগেরহাট জুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয় মহলে তাকে অভিনন্দন জানাচ্ছেন বহু মানুষ। এটি শুধু ব্যক্তিগত নয়, বরং গোটা এলাকার জন্য এক গর্বের মুহূর্ত বলে মনে করছেন স্থানীয়রা।


কালের সমাজ//এসং//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!