ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ঝিনাইদহে কোরবানির গরু বিতরণে হুমকি, স্থগিত ৪০০ গরুর প্রক্রিয়া

কালের সমাজ | ঝিনাইদহ প্রতিনিধি মে ৩১, ২০২৫, ০১:১৪ পিএম ঝিনাইদহে কোরবানির গরু বিতরণে হুমকি, স্থগিত ৪০০ গরুর প্রক্রিয়া

ঝিনাইদহে দাতব্য প্রতিষ্ঠান জাহেদী ফাউন্ডেশন পরিচালিত ৪০০ গরু কোরবানির কার্যক্রম একটি কুচক্রি মহলের হুমকির কারণে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাতে প্রতিষ্ঠানটির প্যাডে দেওয়া এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ঘটনাটি নিয়ে সদর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।


বিবৃতিতে জানানো হয়, ঈদুল আযহাকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও ফাউন্ডেশনটি জেলার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণের উদ্যোগ নেয়।


ইতোমধ্যেই ৪০০ গরু কেনা হয়েছে এবং স্থানীয় কসাইদের সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়। প্রস্তুতির অংশ হিসেবে ঝিনাইদহ শহরের গিলাবাড়িয়া এলাকার কিংশুক ব্রিক্সে বাঁশের স্টল তৈরি হচ্ছিল।


তবে মঙ্গলবার সকাল ১১টার দিকে ২০-২৫টি মোটরসাইকেলে করে ৫০-৬০ জন অস্ত্রধারী (হকিস্টিক, রামদা, লাঠি) ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে নির্মাণকাজ বন্ধ করে দিতে বলে এবং উপস্থিত কর্মীদের হুমকি দেয়। এ সময় তারা আতঙ্ক ছড়ায় এবং পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে কোরবানির প্রস্তুতি কার্যক্রম স্থগিত করা হয়।


জেলা সমন্বয়কারী তবিবুর রহমান লাবু জানান, সন্ত্রাসীরা শুধু ব্রিক্সে নয়, আরাপপুর এলাকায় নবগঙ্গা নদীর পাশের একটি ভবনেও গিয়ে কেয়ারটেকারকে হুমকি ও গালাগাল করেছে। সেখানে স্থাপন করা সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়।


এ ঘটনায় ব্রিক্সের এক কর্মচারী জীবন বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়েছেন এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা ছড়িয়ে পড়ে। মানবিক কার্যক্রমে এ ধরনের হুমকি ও বাধা দেওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।


কালের সমাজ//এসং//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!