ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

উজিরপুরে আমেরিকান প্রবাসী ও বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলা

কালের সমাজ | মোঃ মাহফুজুল রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিবেদক জুলাই ১৯, ২০২৫, ০৪:০৭ পিএম উজিরপুরে আমেরিকান প্রবাসী ও বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগাঁ মার্কেট সংলগ্ন আমেরিকান প্রবাসী ও বিএনপি‍‍`র অঙ্গসংগঠন কেন্দ্রীয় প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (ইউএসএ) কবির হাসান মৃধার বাড়িতে সশস্ত্র হামলার ভিডিও ফুটেজ মোবাইল ফোনে ভাইরাল হলেও পুলিশ মামলা নেননি বলে অভিযোগ করেন এই নেতা।


তিনি সাংবাদিকদেরকে বলেন, ১৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে সন্ত্রাসী সবুজ বয়াতী(৩৫)সুজন (৪০),জালাল বয়াতি (৪০),জাকির বয়াতি (২৮),রাসেল বয়াতি (৩০), নজরুল বয়াতি (৩৫) প্রতিপক্ষ মোঃ সিরাজ বয়াতি (৪২), মিজান বয়াতি (৪৫), সাদিয়া আক্তার ইভা (২০), ও নিপা আক্তার (২৮)কে কুপিয়ে জখম করে।


এ সময় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


তার কয়েক ঘণ্টা পরে সুজন বয়াতি (৩৫), ও নজরুল বয়াতি (৩৫) রামদা ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী নিয়ে আমেরিকার প্রবাসী ও কেন্দ্রীয় প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির হাসান মৃধার  বাড়িতে হামলা চালিয়ে সিসি ক্যামেরা সহ ব্যাপক ভাঙচুর চালায় এ সময় ঐ প্রবাসীর বাড়ির প্রধান ফটকের তলা লাগিয়ে দেয় সন্ত্রাসীরা।


একই সাথে তার পাশের বোনর বাড়ির চারপাশে কাঠ দিয়ে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখেন। হামলা ও আহতের বিষয়ে আব্দুল মান্নান বয়াতির পুত্র মোজাম্মেল বয়াতি উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেনও   আমেরিকান প্রবাসী ও কেন্দ্রীয় প্রচার দলের নেতার বাড়িতে হামলা,  ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা নেননি পুলিশ। এ বিষয়ে উজিতপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম কে কয়েকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।


এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহফুজুর রহমান বলেন, হামলা ও জখমের ঘটনা রিফাত নামক এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আহত নিপা আক্তার জানন সন্ত্রাসীরা তাদের বাড়ি অবরুদ্ধ করে রেখেছেন এবং  আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!