শেরপুরে আজ ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে শহরের মাধবপুর এলাকার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পেছনে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ (১৯ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, শহীদদের ত্যাগকে স্মরণে রাখার পাশাপাশি পরিবেশ রক্ষায় আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বৃক্ষরোপণের মতো কর্মসূচি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ উপহার দিতে সাহায্য করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন।
শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং বর্তমান প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বৃক্ষের চারা রোপণ করা হয়।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :