ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

ঝিনাইদহে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কালের সমাজ | মো: হামিদ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি জুলাই ২০, ২০২৫, ০৪:১৮ পিএম ঝিনাইদহে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঝিনাইদহ জেলা কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।


এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী, যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান ও আব্দুর রশিদ মোহনসহ অন্যান্য নেতাকর্মীরা।


কর্মসূচিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, “শহীদদের আদর্শ ধারণ করে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে কৃষকদলের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”


আলোচনা শেষে চক্ষু হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!