বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামে অবস্থিত সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে একটি উদ্বুদ্ধকরণ সভারও আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আলী সুজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিকারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম সাত্তার মল্লিক, বামরাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, সিনিয়র সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম, বিএনপি নেতা মো. বাবুল খান, শিক্ষক প্রতিনিধি মো. আক্তার হোসেন, মো. আরিফ হোসেন, রেখা আক্তার, দাতা সদস্য আব্দুল লতিফ মোল্লা এবং অভিভাবক প্রতিনিধি মো. সজল মোল্লা।
সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে নিয়মিত পাঠদান ও অধ্যয়ন ছাড়া কোনো বিকল্প নেই। এজন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষার্থীদের কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহী হতে হবে। যাদের হাতে টেকনিক্যাল জ্ঞান ও দক্ষতা থাকবে, তারা কর্মক্ষেত্রে কখনো পিছিয়ে পড়বে না।”
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা অভিভাবকদের সন্তানদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :