ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

মাদারীপুরে এশিয়ান টেলিভিশনের পরিচয় দিয়ে চাঁদাবাজি: মাসুদ খান গ্রেফতার

কালের সমাজ | আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি আগস্ট ১১, ২০২৫, ০৭:১৩ পিএম মাদারীপুরে এশিয়ান টেলিভিশনের পরিচয় দিয়ে চাঁদাবাজি: মাসুদ খান গ্রেফতার

মাদারীপুরে তথাকথিত ‘এশিয়ান টেলিভিশন’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মাসুদ খান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার (১০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শহরের টুবিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ডুবিয়া বাজারের ব্যবসায়ী কামরুল তালুকদারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন মাসুদ। ভয়-ভীতি দেখিয়ে প্রথমে ১ লাখ ৩০ হাজার টাকা আদায় করেন তিনি। পরে বাকি ৭০ হাজার টাকা দিতে না পারায় ব্যবসায়ীর দোকানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী একাধিকবার টাকা ফেরত দেওয়ার জন্য মাসুদকে অনুরোধ করলেও তিনি রাজি হননি। বরং স্থানীয় সালিশদের সঙ্গেও অসদাচরণ করেন।

পরবর্তীতে ভুক্তভোগী ব্যবসায়ী আদালতে মামলা দায়ের করেন (মামলা নং— সি আর ২৭৩)। স্থানীয়দের ভাষ্য, এর আগেও মাসুদ খান চাঁদাবাজির মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “সি আর ২৭৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ খানকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!