বরিশালের উজিরপুর উপজেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর-বরগুনা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।
রবিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় তিনি বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ঐতিহ্যবাহী সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির সূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মন্নান মাস্টার, ওটরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান লিখন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. পনির খান, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন নাসিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা পরিবেশ রক্ষায় বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :