ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

উল্লাপাড়া স্টেশনে একাধিক ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন।

কালের সমাজ | রাকিব আল হাসান, সিরাজগঞ্জ উল্লাহপাড়া প্রতিনিধি। সেপ্টেম্বর ২, ২০২৫, ০২:৫৯ পিএম উল্লাপাড়া স্টেশনে একাধিক ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন।

সিরাজগঞ্জ জেলার প্রাণকেন্দ্রে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে স্থানীয় জনসাধারণ ও যাত্রীকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা বলেন, উত্তরাঞ্চল ও রাজধানীগামী যাত্রীদের জন্য উল্লাপাড়া স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এখানে বহু আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই।

তারা ৮০৫-৮০৬ চিলহাটি এক্সপ্রেস, ৭৭১-৭৭২ রংপুর এক্সপ্রেস এবং ৭৭০ ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের উল্লাপাড়া স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করার জন্য রেল মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!