২ সেপ্টেম্বর মঙ্গলবার সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার হাসপাতাল গেট সংলগ্ন বিএনপি স্থানীয় নেতৃবৃন্দের কর্তৃক আয়োজিত ক্রামবোর্ড টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ ১ (কাজিপুর সদর আংশিক) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজীপুর উপজেলা সাবেক সেক্রেটারি মো: আব্দুস সালাম । এছাড়া আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার আলোচনায় বলেন যুবকদের সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য খেলায় একমাত্র উপাদান, খেলাধুলার মাঝে তারা ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পারবে। যুবক দেরকে বেশি বেশি খেলার প্রতি উৎসাহিত করতে হবে যাতে তারা বিভিন্ন অন্যায় কাজ থেকে বিরত থাকে।
অভিভাবকদের উদ্দেশ্যেও তিনি বলেন, আপনাদের সন্তানদেরকে বেশি বেশি খেলাধুলার দিকে উৎসাহিত করবেন সেটা যাই হোক ক্রিকেট, ফুটবল, ক্যারাম খেলার প্রতি উৎসাহিত করবেন। যাতে তারা বিভিন্ন প্রকার অনলাইন জুয়া, খাজা এবং অনৈতিক কাজ থেকে বিরত থাকে।
এ সময় তিনি আরো বলেন দল থেকে মনোনয়ন দিলে তিনি এলাকার যুবকদের জন্য খেলাধুলার জন্য মনোরম পরিবেশ তৈরি করবেন এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন। এলাকার লোকজন তার উপরে সন্তুষ্ট তারা অধীর আগ্রহ ও উদ্দীপনা নিয়ে প্রধান অতিথির বক্তব্য শোনেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :