খুলনার শিপইয়ার্ড সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা। এসময় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) লাল কার্ড প্রদর্শন কর্মসূচিও পালন করা হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রূপসা সেতুর পশ্চিম পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন নাগরিক সংগঠনের নেতা, সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। সভাপতিত্ব করেন নিসচা খুলনা মহানগরের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
বক্তারা বলেন, রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী (র.) সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কটি গত ১২ বছরেও সংস্কার হয়নি। বড় বড় গর্ত, পানি জমে থাকা অংশ এবং খুঁড়ে ফেলে রাখা জায়গার কারণে সড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করছে।
তারা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্সের অবহেলা ও অনিয়মের কারণে প্রকল্পটি শেষ হয়নি। অথচ কেডিএ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করলেও প্রায় ৭০ কোটি টাকা পরিশোধ করেছে। নিম্নমানের কাজ ও দীর্ঘসূত্রতার দায় কেডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠান কেউই এড়াতে পারে না।
বক্তারা অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনা এবং সড়কটির কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কাজ শুরু না হলে কেডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :