ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

দেরি করে হলে ফেরায় রাবির ৯১ ছাত্রীর নামে নোটিশ

কালের সমাজ | হাবিব আহমেদ, রাজশাহী সেপ্টেম্বর ২, ২০২৫, ০৪:৫৯ পিএম দেরি করে হলে ফেরায় রাবির ৯১ ছাত্রীর নামে নোটিশ

রাতে দেরিতে হলে ফেরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ৯১ ছাত্রীকে নোটিশ দেয়া হয়েছে। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-৩৬’ হল প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার স্বাক্ষরিত এক নোটিশে অনাবাসিক ও গণরুমের ৯১ ছাত্রীর তালিকা প্রকাশ করে অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে শুধু রাবিতেই নয়, এর বাইরেও ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সোস্যাল মিডিয়াতে এ নিয়ে চললে মুখরোচক আলোচনা।

জানা গেছে, গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাতে হলে ফিরতে দেরি করে রাবির ৯১ ছাত্রী। রাতেই রাবির হল কর্তৃপক্ষ ৯১জনের নাম সম্বলিত নোটিশ ঝুলিয়ে দেয়। পরে নোটিশটি রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে হল প্রশাসন বলছে, নিরাপত্তার স্বার্থেই ছাত্রীদের ডাকা হয়েছে, এখানে অন্য কোনো কারণ নেই।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘এতদ্বারা জুলাই-৩৬ হলের অনাবাসিক ও গণরুমের ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেরিতে (রাত ১১টার পরে) হলে ফেরার কারণে নিম্নে উল্লিখিত ছাত্রীদের ক্রমিক নং ১-৪৫ পর্যন্ত আগামী ৯ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এবং ক্রমিক নং ৪৬-৯১ পর্যন্ত ১০ সেপ্টেম্বর রোজ বুধবার বিকাল ৪টায় প্রাধ্যক্ষ মহোদয়ের অফিস কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো।’ তবে এ নোটিশের দেয়ার পর থেকে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষার্থীরা যে যার মত এই নোটিশ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন ফেসবুকে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক একটি গ্রুপে পোস্ট করে লিখেছেন, ‘রাবির জুলাই-৩৬ হলের একটা নোটিশ নিউজফিডে ঘুরে বেড়াচ্ছে। এভাবে নোটিশ দেয়া উচিত হয়নি হল প্রশাসনের। তারা অন্যভাবে বিষয়টি সমাধান করতে পারত; এটা প্রশাসনের দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।’

হল প্রশাসনের সিদ্ধান্ত ও সিদ্ধান্তের সমর্থনকারীদের সমালোচনা করে অশেকা জাইমা খান নামে এক শিক্ষার্থী লিখেছেন, ‘যারা জুলাই-৩৬ হলের নোটিশ বিষয়ক প্রেক্ষাপটে বলছেন যে, যদি কারো কিছু হয়ে যায় তাহলে হল প্রশাসনকে অভিভাবকরা দায়ী করবে অথবা হল প্রশাসন আমাদের অভিভাবক। তাদের মুখে জুতার বাড়ি। ১৬ জুলাই, ২০২৪ সারাদেশে ব্লকেড থাকার পরেও ৫/৬ ঘণ্টার নোটিশে যে আমাদের হল ছাড়া করেছিল মনে নেই? ওই প্রশাসন এই প্রশাসন সবাই সান্ধ্য আইনের পক্ষেই, এবং একই রসুনের তলা।’

জুলাই-৩৬ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার বলেন, তারা সবাই আমাদের সন্তানের মতো। তাদের খেয়াল রাখা আমাদের দায়িত্ব। নিরাপত্তার স্বার্থেই ছাত্রীদের ডাকা হয়েছে, এখানে অন্য কোনো কারণ নেই। তবে, যারা একদিন দেরি করে এসেছে, তাদেরও তালিকায় রাখা হয়েছে, এটা ভুল হয়েছে। দেরি হতেই পারে, তবে সামনে রাকসু নির্বাচনকে ঘিরে যেন কোনো ধরনের বিপদ না হয়, সতর্কতা অবলম্বনের জন্যই তাদের ডাকা হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!