ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সিরাজগঞ্জে গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান

কালের সমাজ | সিরাজগঞ্জ উল্লাহপাড়া প্রতিনিধি সেপ্টেম্বর ৩, ২০২৫, ০১:৫৮ পিএম সিরাজগঞ্জে গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে যুব সংগঠন গ্রীন ভয়েস শিশুর সুস্থ ও স্বাভাবিক জীবন বেড়ে ওঠা নিশ্চিত করার লক্ষ্যে মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে।

আজ বুধবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মাঠ ও খেলার জায়গা অপরিহার্য। কিন্তু অযত্ন-অবহেলা, দখল ও অপরিকল্পিত ব্যবহারের কারণে মাঠ-পার্কগুলো হারিয়ে যাচ্ছে।

গ্রীন ভয়েসের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে মাঠ ও উন্মুক্ত স্থান রক্ষা করা হলে শিশু-কিশোরসহ সাধারণ মানুষের জন্য সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!