ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভাষানচর ইউনিয়নের আদু বেপারীর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম জাহিদ বেপারী (৩৫)। তিনি ওই এলাকার মতলেব বেপারীর ছেলে।
নিহতের পরিবার জানায়, গত সোমবার বাড়ি থেকে বের হন জাহিদ। এরপর আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ সকালে পুকুরে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এব্যাপারে সদরপুর থানার এসআই মোঃ মোতাহার আলি জানান, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে মৃত্যুর কারণ। এ বিষয়ে তদন্ত চলছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :