ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ড. ইউনূসের বিরুদ্ধে ময়মনসিংহে করা মানহানির মামলা বাতিল করল আপিল বিভাগ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৭, ২০২৫, ০২:৫৩ পিএম ড. ইউনূসের বিরুদ্ধে ময়মনসিংহে করা মানহানির মামলা বাতিল করল আপিল বিভাগ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ময়মনসিংহে করা মানহানির মামলা বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক জানান, আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে।

মামলার পটভূমিতে জানা যায়, ২০১০ সালে একটি বক্তব্যকে কেন্দ্র করে ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে ২০১১ সালে তিনি মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২3 সালের ২৪ অক্টোবর হাইকোর্ট মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে।

পরবর্তী সময়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে, রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে, যা ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার আদালত বিষয়টি ২৭ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

রোববার নির্ধারিত শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ড. ইউনূসের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক হোসেন।

আদালতের রায়ের মাধ্যমে ড. ইউনূসের বিরুদ্ধে দীর্ঘ ১৪ বছরের আইনি জটিলতার অবসান হলো।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!