বিচারক থাকাকালীন দুর্নীতি, বেআইনি ও বিদ্বেষপূর্ণ রায় প্রদান এবং জাল রায় তৈরি করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন শাহবাগ থানায় দায়ের করা মামলায় খায়রুল হককে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো ও ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। তিনি অভিযোগ করেন, খায়রুল হক বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে ইচ্ছাকৃতভাবে বেআইনি ও পক্ষপাতদুষ্ট রায় দিয়েছেন এবং জাল রায় তৈরি করেছেন।
এর আগে, গত ২৪ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইদিনই তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :