ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে হাজির

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৮, ২০২৫, ১০:৪৩ এএম তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে হাজির

রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ, আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যা মামলায় শুনানিতে অংশ নিতে ১৭ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে আনা হয়।

এই দিনে ২০২৪ সালের আলোচিত “জুলাই গণঅভ্যুত্থানের” প্রথম শহিদ আবু সাঈদ হত্যামামলায় ৩০ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তারা মামলার সকল আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আবেদন করবেন।

এর আগে, ২২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার ২৪ জন আসামিকে পলাতক ঘোষণা করে, যাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রংপুর মহানগরের সাবেক পুলিশ কমিশনারও রয়েছেন।

সোমবার হাজির হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী।


গত বছর ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনার এক বছর পর, চলতি বছরের ৩০ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। ওইদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে।

আশুলিয়ায় ছয়জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা ও সাঈদ হত্যা মামলা দুটিতে এখনো একাধিক আসামি পলাতক রয়েছেন। তবে বিচারকাজ এগিয়ে নিতে রাষ্ট্রপক্ষের তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!