ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:১৭ পিএম দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের নবগঠিত পরিচালনা পর্ষদের গতিশীল নেতৃত্বে প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার নতুন অধ্যায়ে যাত্রা শুরু করেছে। ব্যাংকিং, ফাইন্যান্স ও কর্পোরেট গভর্নেন্সে দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত এই বোর্ড দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং গ্রাহককেন্দ্রিক সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

নতুন বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান ও উদ্যোক্তা শেয়ারহোল্ডার ডা. আরিফুর রহমান, যিনি বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া বোর্ডে রয়েছেন—

  • মো. ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান (সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক)

  • সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান (সাবেক অতিরিক্ত এমডি, ইউসিবি)

  • মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান (সাবেক ডিএমডি, ব্যাংক এশিয়া)

  • প্রফেসর শেখ মোর্শেদ জাহান, স্বতন্ত্র পরিচালক (আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়)

  • এম. নুরুল আলম, FCS, CCEP-1, CGIA, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান।

বোর্ডের অগ্রাধিকার
গত ১৯ আগস্ট, ২০২৫ বোর্ড পুনর্গঠনের পর প্রথম তিন সপ্তাহে প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে কর্পোরেট গভর্নেন্স, কমপ্লায়েন্স এবং গ্রাহক আস্থা অটুট রাখার দিকে। পাশাপাশি অগ্রাধিকার পাচ্ছে—

  • দীর্ঘদিনের অমীমাংসিত অডিট ইস্যু সমাধান

  • প্রতিটি বিভাগের জন্য কৌশলগত পরিকল্পনা

  • গ্রাহকসেবায় সময়ক্ষেপণহীন সেবা নিশ্চিতকরণ

  • ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার

  • কর্পোরেট সংস্কৃতির উন্নয়ন ও দায়িত্বশীলতা বৃদ্ধি

  • অমানতকারীর সুরক্ষায় টেকসই কাঠামো গঠন

এছাড়া রেমিট্যান্স, রিটেইল, কর্পোরেট, এসএমই, কার্ডস, ডিজিটাল ও ইসলামিক ব্যাংকিং সেবার সম্প্রসারণে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

SERVICE FIRST নীতি
বোর্ড সদস্যরা প্রতিদিন সময় দিয়ে এক্সিকিউটিভ কমিটি ও অডিট কমিটির সভায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তাদের এই আন্তরিকতা গ্রাহকবান্ধব সংস্কৃতির প্রতিফলন। বিশেষ করে, গ্রাহকের অর্থের নিরাপত্তা ও দ্রুত সেবা নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। “SERVICE FIRST” নীতির মাধ্যমে প্রতিটি গ্রাহক যেন প্রত্যাশিত সেবা সর্বাগ্রে পান, সে দিকেই দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

স্থিতিশীল অবস্থান
যেখানে অনেক আর্থিক প্রতিষ্ঠান ডলার সংকট ও তারল্য ঘাটতির মুখে রয়েছে, সেখানে প্রিমিয়ার ব্যাংক দৃঢ় অবস্থান ধরে রেখেছে। প্রতিদিন ব্যাংকের সব শাখায় নির্বিঘ্নে এলসি (LC) খোলা হচ্ছে, যা ব্যাংকের সক্ষমতা ও স্থিতিশীলতার প্রমাণ।

উৎকর্ষের ঐতিহ্য
গত ২৫ বছরে ব্যবসা ও ব্যক্তিগত গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিয়ে প্রিমিয়ার ব্যাংক উৎকর্ষের ঐতিহ্য গড়ে তুলেছে। নতুন বোর্ড ও ভবিষ্যতমুখী কৌশলের আলোকে ব্যাংক এখন গ্রাহক আস্থা রক্ষা ও সেবার মানোন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছাতে অঙ্গীকারবদ্ধ।

কালের সমাজ//র.ন

Side banner

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!