ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৮, ২০২৫, ১০:০৬ এএম দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া কনস্টেবল অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটের সদস্য এবং বর্তমানে খুলশী থানায় কর্মরত ছিলেন।

রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

অমি দাশ চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা। তার বাবার নাম রাজিব দাশ। সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ আগস্ট সিএমপি কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকিতে সকল পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে নির্দেশ দেন— অস্ত্রধারীরা পুলিশের সামনে অস্ত্র বের করলে দেখামাত্র গুলি চালাতে হবে। এর আগে ১১ আগস্ট রাতে চট্টগ্রামের সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলে পুলিশ গেলে বিক্ষোভকারীদের হামলায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন।

এই ঘটনার পর কমিশনার তার বার্তায় পুলিশ সদস্যদের লাইভ অ্যামুনিশন ও অস্ত্র নিয়ে টহলে নামার নির্দেশ দেন। তিনি বলেন, “শুধু রাবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না। অস্ত্রধারীরা হামলা করলে লাশ ছাড়া টহল পার্টি ফেরত আসবে না। অস্ত্র বের করা মাত্র গুলি চালানো হবে।”

কমিশনারের এই বার্তা ওয়াকিটকিতে প্রচারের সময় ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে গোপনীয় তথ্য বাইরে চলে যাওয়ায় সিএমপির শীর্ষ কর্মকর্তারা অস্বস্তিতে পড়েন। এরপর একাধিক টিম তদন্তে নামে এবং বার্তা ফাঁসকারী হিসেবে কনস্টেবল অমি দাশকে শনাক্ত করা হয়।

কালের সামাজ//র.ন

Side banner
Link copied!