ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে আগ্রহী বাংলাদেশ, বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:১২ পিএম যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে আগ্রহী বাংলাদেশ, বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো, তুলা ও সয়াবিনসহ মার্কিন কৃষিপণ্য আমদানি বৃদ্ধির সুযোগ, এবং জ্বালানি সহযোগিতা জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি, সিভিল এয়ারক্রাফট ক্রয়, মাদক নিয়ন্ত্রণ ও রোহিঙ্গা মানবিক সংকট ইস্যু বৈঠকের আলোচনায় স্থান পায়।

প্রধান উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। এর মাধ্যমে বাণিজ্য ক্ষেত্রে আরও শুল্ক সুবিধা পাওয়া সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, দক্ষিণ এশিয়া বিষয়ক ইউএসটিআর পরিচালক এমিলি অ্যাশবি এবং যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!