ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত হয়েছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৭:০৫ পিএম বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত হয়েছে: অর্থ উপদেষ্টা

দেশের বিভিন্ন কোম্পানি আয়-ব্যয়ে নানা তেলেসমাতি করছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে তিনি বলেন, যারা দেশ থেকে টাকা পাচার করেছে, তারা অনেক দক্ষ। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি ইন করপোরেট সেক্টর’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও উল্লেখ করেন, “অন্তর্বর্তী সরকারের সবই যে সঠিক তা বলা যাবে না, তবে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি এখন আগের তুলনায় উন্নত হয়েছে।”

তিনি সাংবাদিকতার মানোন্নয়নে দক্ষতার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্যোগী হতে হবে। অনুষ্ঠানে শেষে অর্থ উপদেষ্টা ইআরএফ ইনস্টিটিউটের নামফলক উন্মোচন করেন।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!