ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯, আহত অন্তত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:৪৪ পিএম থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯, আহত অন্তত ৪০

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস এর সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিজয় মঞ্চে পৌঁছালে তাকে কাছ থেকে দেখার জন্য ভিড় চাপ সৃষ্টি করে ব্যারিকেডের দিকে ধাবিত হয়। এতে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হলে অনেকে জ্ঞান হারান এবং মুহূর্তেই পদদলনের ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি সূত্র জানিয়েছে, সভায় ৩০ হাজার মানুষের সমাগম হওয়ার কথা থাকলেও বাস্তবে প্রায় ৬০ হাজার মানুষ উপস্থিত হয়। অতিরিক্ত ভিড়ের কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা।

এনডিটিভি জানায়, বিজয় নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর মঞ্চে পৌঁছান। তার দেরির কারণে ভিড় আরও বেড়ে যায় এবং একপর্যায়ে গাদাগাদি পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!