ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

কারুরে পদদলনে নিহত ৩৯: প্রশ্নের মুখে বিজয় থালাপতি

আন্তর্জাতিক ডেস্ক | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৪৯ এএম কারুরে পদদলনে নিহত ৩৯: প্রশ্নের মুখে বিজয় থালাপতি

তামিলনাড়ুর কারুরে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে ১০ শিশুসহ কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক আহত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনার ঘাটতি ও আয়োজকদের অব্যবস্থাপনার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

চলচ্চিত্রের জনপ্রিয়তা ভর করে রাজনীতিতে নেমেছেন বিজয়। তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) আগামী নির্বাচনের আগে শক্ত অবস্থান তৈরি করতে চায়। আগস্টের সফল সমাবেশের পর কারুরে এ সমাবেশে ১০ হাজার মানুষের উপস্থিতির আশা করা হলেও হাজির হয় ২৭ হাজার। মাত্র ৫০০ স্বেচ্ছাসেবক দিয়ে এত ভিড় সামাল দেওয়া সম্ভব হয়নি।

পুলিশ প্রধান জি. ভেঙ্কটরমনের ভাষ্য, বিজয়ের সমাবেশে প্রায় সাত ঘণ্টা দেরি ভিড়কে অস্থির করে তোলে। দুপুরে আসার ঘোষণা থাকলেও তিনি পৌঁছান সন্ধ্যা সাড়ে ৭টায়। প্রচণ্ড গরমে খাবার-পানির অভাবে পরিস্থিতি আরও খারাপ হয়। বিশৃঙ্খলার মধ্যে গাছের ডাল ভেঙে ভিড়ের ওপর পড়ায় পদদলনের সূত্রপাত হয়।

ভিডিওতে দেখা গেছে, সমর্থকরা প্রায় অজ্ঞান হয়ে পড়ছেন, বিজয় নিজে বোতল ছুঁড়ে পানি দেওয়ার চেষ্টা করছেন। এক পর্যায়ে ভিড় নিয়ন্ত্রণে পুলিশের সাহায্য চান তিনি।

বিশ্লেষকদের মতে, বিজয়ের জনপ্রিয়তা এবং ভক্তদের উন্মাদনা আগে থেকেই জানা ছিল। তবুও তার দল ও প্রশাসন যথাযথ প্রস্তুতি নেয়নি। ফলে এ দুর্ঘটনার দায় থেকে বিজয় মুক্তি পাচ্ছেন না।
চেন্নাইয়ের সাংবাদিক টি আর জওহরের মন্তব্য, “বিজয় ভক্তদের উন্মত্ততার কারণে রাজ্যের জনশৃঙ্খলার জন্য ঝুঁকি হয়ে উঠেছেন।”

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, বিজয় কি ইচ্ছাকৃতভাবে দেরি করে ভিড় বাড়াতে চেয়েছিলেন কিনা। বিষয়টি তদন্ত করবে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীসানের কমিশন।

বিজয় এক্স-এ শোক জানিয়ে লিখেছেন, “কারুরের ঘটনা হৃদয় বিদারক। আমি অসহনীয় শোকের মধ্যে আছি।” নিহতদের পরিবারকে তিনি ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!