ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৪:০১ পিএম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে বক্তব্য রেখেছেন এবং গাজায় ইসরাইলের সম্ভাব্য বিধ্বংসী সামরিক অভিযানের বেরেঞ্চনা কড়া ভাষায় সমালোচনা করেছেন। এই মন্তব্যটি ওবামার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিকে উদ্ধৃত করে সিএনএন অনুসারে জানানো হয়েছে।

ওবামার বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান মানবিক সংকট উপেক্ষা করা যাবে না। উভয় পক্ষকে এমন একটি সমাধানের পথ খুঁজতে হবে যেখানে নিরাপদ ইসরায়েল ও স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র ও স্বায়ত্তশাসন একই সঙ্গে বজায় থাকবে। তিনি সতর্ক করেছেন যে, শিশুদের অনাহারে রেখে বা জনবসতি ধ্বংস করে দেওয়া কোনো সামরিক যুক্তিতে ব্যবহার করা যায় না।

ডাবলিনে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ওবামা আরো উল্লেখ করেন, গাজার পরিস্থিতি ‘প্রতিরোধযোগ্য’ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে এবং এ রোধে অবিলম্বে অন্যান্য কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি — খাদ্য, পানি ও জরুরি সহায়তা গাজার জনগণের কাছে পৌঁছে দেয়ার অনুমতি দিতে হবে। তিনি বলেছেন, বেসামরিকদের কাছে খাবার ও পানি আটকে রাখার কোনো ন্যায্যতা নেই।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গাজা ইস্যুতে উত্তেজনা বাড়ার সময় এই বিরল মন্তব্যগুলো সামনে এসেছে। একই সফরে ওবামা জানিয়েছিলেন, ইসরায়েলি নীতির সব দিকের সঙ্গে একমত না হওয়ায় তিনি তখনকার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু হতে পারেননি — এবং নেতৃত্বে থাকা অনেকেই বিরতিহীনভাবে ‘আমরা বনাম তারা’ মনোভাবকে টিকিয়ে রাখতে চান।

জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের শুরুতে বেশ কিছু দেশের প্রতিনিধির প্রতিবাদ এবং কক্ষ ত্যাগের ঘটনাও ঘটেছে; এ প্রসঙ্গে নেতানিয়াহুর ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি সম্পর্কিত তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

ওবামা তার মন্তব্যে জোর দিয়ে বলেছেন, গাজায় সাময়িক মানবিক সহায়তা নিশ্চিত করা এবং বেসামরিক লোকদের নিরাপত্তা রক্ষা না করে কোনো স্থায়ী সমাধান আসবে না — তাই আজই কার্যকর পদক্ষেপ নেওয়া আবশ্যক।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!