ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কালের সমাজ | আলাউদ্দিন শুভ, কিশোরগঞ্জ প্রতিনিধি আগস্ট ৯, ২০২৫, ০৪:৩১ পিএম সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যা ঘটনায় প্রতিবাদ জানিয়ে কিশোরগঞ্জে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের আয়োজনে জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলা ও মফস্বল থেকে আসা বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. আল আমিন সঞ্চালনা করেন। বক্তৃতায় নিউ নেশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, কালের কণ্ঠ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, প্রথম আলোর জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, এবং আরও অনেকে অংশগ্রহণ করেন।

অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, সাংবাদিক জাহিদ হাসান মুক্তার, মাইমশিল্পী রিফাত ইসলামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

বক্তারা দাবি করেন, তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও মিথ্যা মামলা, হামলা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ বিবৃতি পাঠ করা হয়, যেখানে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে।

কালের সমাজ//র.ন
 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!