খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় মহানগরীর সিএসএস আভা সেন্টারে খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী।
এর আগে সকাল ১০টায় শিববাড়ী মোড়ে বিভাগীয় কার্যালয় ভবনের চতুর্থ তলায় নতুন আঞ্চলিক স্টাফ কলেজ উদ্বোধন করেন তিনি। ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো ও সেবার মান উন্নয়নে এ কলেজে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক স্টাফ কলেজের অধ্যক্ষ মো. আসলাম হোসেন।
সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী বলেন, “সেবামূলক প্রতিষ্ঠানে সেবার মান উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি সাফল্য সম্ভব নয়। আমানত বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে বিকেবিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে হবে। একইসঙ্গে শ্রেণীকৃত ঋণ আদায় ও পারফরমিং অ্যাসেট বৃদ্ধির দিকেও গুরুত্ব দিতে হবে।”
মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধে আয়োজিত কর্মশালা ও কনফারেন্সে তিনি ব্যাংক কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ লেনদেন শনাক্ত ও গ্রাহকের পরিচিতি যাচাইয়ে দক্ষ হওয়ার নির্দেশনা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক-১ মো. আব্দুর রহিম বলেন, “নো-কস্ট ও লো-কস্ট আমানত সংগ্রহ করে একটি টেকসই ভিত্তি তৈরি করতে হবে। এর মাধ্যমে সুদ ব্যয় কমিয়ে ব্যাংককে আরও লাভজনক পর্যায়ে নেওয়া সম্ভব।”
উপ-ব্যবস্থাপনা পরিচালক-২ মো. খালেদুজ্জামান বলেন, “বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ও বিকেবির নীতিমালা মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা জরুরি। উন্নত গ্রাহক সেবা, কর্মপরিবেশ উন্নয়ন ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আরও সাফল্য অর্জন করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশাসন মহাব্যবস্থাপক বিভাগের মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. রওশানুল হক, পরিকল্পনা ও পরিচালন মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক এফএম এ রহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সম্মেলনের সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :