সিরাজগঞ্জের ছোনগাছা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মেলন সফল করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এস. এম. আব্দুস সালাম এবং সেক্রেটারি রফিকুল ইসলাম বাবু। যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সেক্রেটারি মাহবুবুর রহমান ফজলু, সংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ এবং জয়েন্ট সেক্রেটারি আবু রায়হান ডালিম।
এছাড়া অনুষ্ঠানে যোগ দেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাত হোসেন কিরণ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহাতাব বিশ্বাস, সিনিয়র সভাপতি আবু দাউদ আকন্দ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুম মন্ডল, সদস্য সচিব কামরুল হাসান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন।
সভা পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী আকবর ও সেক্রেটারি রোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম সরকার, সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট নাজমুল ইসলাম ও সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক।
অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের রাজনীতিতে কোনো প্রতিকূল শক্তিকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। তারা দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সভা ও সম্মেলন শুধু সাংগঠনিক দক্ষতা বাড়ায় না, বরং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করে, যা বিএনপির জনসমর্থন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :