ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

বান্দরবানে এপেক্স ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

কালের সমাজ | মো. ইসমাইলুল করিম বান্দরবান জেলা প্রতিনিধি আগস্ট ৩০, ২০২৫, ০৬:৪৪ পিএম বান্দরবানে এপেক্স ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

বান্দরবানে এপেক্স ক্লাব পার্বত্য জেলার সাংগু, নীলাচল ও গ্রীন সিটি শাখার যৌথ উদ্যোগে বান্দরবান সদরের নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি দাশের সভাপতিত্বে ও এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি এপে. মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ ন্যাশনাল প্রেসিডেন্ট এডভোকেট মনিরুল ইসলাম পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নাসিম আহমেদ, ন্যাশনাল এনএডি আরডি এপে. আদনান হেসেন অনি, শিক্ষা প্রকল্পের চেয়ারম্যান ও জাতীয় অতীত সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান, পিডিজি ৩ এপে. কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি মোজাম্মেল হক, এপেক্স ক্লাব অব সাংগুর সভাপতি এপে. বীরলাল তঞ্চঙ্গ্যা, সিনিয়র সহ সভাপতি এপে. পাপন বড়ুয়া, এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. আলমগীর আলম, এপেক্স ক্লাব অব খুলনা সিটির সভাপতি এপে. মোরশেদ আলম, সেক্রেটারি এন্ড ডিএন এপে. নিউ উইন, এপে. ডাক্তার বৃমণ ও ডাক্তার বামংসহ আরও অনেকে।

প্রধান অতিথি এডভোকেট মনিরুল ইসলাম পান্না বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শিশুরা আমাদের ভবিষ্যৎ; তাদের আধুনিক তথ্য নির্ভর ও মেধাবী করে গড়তে হবে। মানসিক বিকাশ ও অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে এপেক্স বাংলাদেশ সারাদেশে নানা প্রকল্প বাস্তবায়ন করছে। বান্দরবানেও শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন মহতী কাজে সকলকে এগিয়ে আসা উচিত।”

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!