কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঐতিহাসিক নাজিরদিঘী সরকারি জলমহাল রক্ষায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নাজিরদিঘী প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লিজগ্রহীতা মোঃ সাদিরুজ্জামান বাছির।
এ সময় উপস্থিত ছিলেন আবুবাক্কার ছিদ্দিক, নাজিরদিঘী পুকুরপাড় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হাজী আঃ ছাত্তার, হাফেজ দীন ইসলাম, মজা পুকুর সমবায় সমিতির সভাপতি নূরুল আমীন, উছমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আসাদ মিয়া, হাজী আবুল কাশেম প্রমুখ।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, নাজিরদিঘী সম্পূর্ণ সরকারি জলমহাল এবং এর সঙ্গে বিএনপি নেতা শরীফুল আলমের কোনো সংশ্লিষ্টতা নেই। অথচ বাজিতপুরের মোশারফ হোসেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন।
বক্তারা মোশারফকে ৭ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়ে বলেন, তা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :