ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সাতক্ষীরায় নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় বিক্ষোভ মিছিল

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি আগস্ট ৩০, ২০২৫, ০৬:৫০ পিএম সাতক্ষীরায় নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় বিক্ষোভ মিছিল

ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে সাতক্ষীরায় শনিবার (৩০ আগস্ট) সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

যুব অধিকার পরিষদের জেলা সভাপতি তবিবুর রহমানের নেতৃত্বে মিছিলটি নিউ মার্কেট মোড় থেকে শুরু হয়ে খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণধিকার পরিষদ সাতক্ষীরার সাবেক যুগ্ম আহবায়ক ইয়াসিন আরাফাত, নেতা হাসানুর রহমান হাসান, ছাত্র অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি ইমরান হোসেন ইমু, যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আজিবুর রহমান, জেলা সভাপতি সারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন, শ্রমিক অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিব, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, সদস্য সচিব আবিদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “গতকাল শুক্রবার গণধিকার পরিষদের প্রেস ব্রিফিং অনুষ্ঠানের সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পুলিশ ও সেনাবাহিনী পরিকল্পিতভাবে নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। হামলার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।”

তারা আরও দাবি করেন, “জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের পুনর্বাসন কোনভাবেই মেনে নেওয়া হবে না।”

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!