ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

উপকূলের সংকট সমাধানে স্থানীয় ঐক্যের আহ্বান: রফিকুল ইসলামের মতবিনিময়

কালের সমাজ | কয়রা (খুলনা) প্রতিনিধি আগস্ট ৩০, ২০২৫, ০৬:৫৫ পিএম উপকূলের সংকট সমাধানে স্থানীয় ঐক্যের আহ্বান: রফিকুল ইসলামের মতবিনিময়

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক উপকূলের মানুষের দীর্ঘদিনের দুর্দশা মোকাবিলায় স্থানীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় কপোতাক্ষ কলেজের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় রফিক বলেন, “বহিরাগত নেতৃত্ব নয়, এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে স্থানীয় নেতৃত্বকেই এগিয়ে আসতে হবে। উপকূলের মানুষের সমস্যাগুলো চরম এবং তা বছরের পর বছর ধরে সমাধানহীন রয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, “দুর্বল বেড়িবাঁধের কারণে ঘরবাড়ি, ফসলি জমি এবং জীবিকা প্রায়শই প্লাবিত হচ্ছে। লবণাক্ততা বৃদ্ধি ও বিশুদ্ধ পানির সংকটও মানুষের জীবন ও প্রকৃতিকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে।”

রফিক আশ্বাস দেন, “যদি জনগণের সমর্থন পেয়ে নির্বাচিত হতে পারি, তবে এই অঞ্চলের স্থায়ী ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। পাশাপাশি সুন্দরবনকে কেন্দ্র করে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে। উন্নত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থাও নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, “বহিরাগতদের নেতৃত্বের কারণে এই অঞ্চলের প্রকৃত সমস্যাগুলো প্রায়শই উপেক্ষিত থাকে। এখন সময় এসেছে ‘বহিরাগত নিপাত যাক, খুলনা-৬ মুক্তি পাক’ এই স্লোগান বাস্তবায়নের। এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।”

সভায় সভাপতিত্ব করেন কয়রার সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন। আরও বক্তব্য রাখেন পাইকগাছা নাগরিক ফোরামের সহ-সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ সরোওয়ার মাহবুব, সহ-সমন্বয়ক মোঃ নজরুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লস্কর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলাম, পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপঙ্কর সাহা, নাগরিক নেতা মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ।

সভায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!