ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

নির্বাচনের সময় ঘনালেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৯, ২০২৫, ১২:৫৭ পিএম নির্বাচনের সময় ঘনালেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা বড় চ্যালেঞ্জ হবে। তবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে এ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (৯ আগস্ট) সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “যখন একটি দেশে রাষ্ট্র, সরকার ও দল এক হয়ে যায়, তখন সবকিছু একসঙ্গে ভেঙে পড়ে। এতে মানুষের নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষকে ভোটকেন্দ্রে আনা এখন বড় চ্যালেঞ্জ।”

তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা মোকাবিলায় কমিশন পদক্ষেপ নিচ্ছে। এছাড়া, গত নির্বাচনে দায়িত্বে অবহেলা করা প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নিরপেক্ষতার প্রতিশ্রুতি দিয়ে সিইসি বলেন, “নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না; আমরা ১৮ কোটি মানুষের জন্য কাজ করব। ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনই ঈমানি দায়িত্ব।”

তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনায় নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!