ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

বিএনপির হাত ধরেই ইতিবাচক পরিবর্তন এসেছে : মির্জা ফখরুল

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০২৫, ০১:২০ পিএম বিএনপির হাত ধরেই ইতিবাচক পরিবর্তন এসেছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সকল ইতিবাচক পরিবর্তনই বিএনপির হাত ধরেই এসেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। তবে তারা কখনো আন্দোলনের ময়দান ছেড়ে যাননি। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আজকের দিনটি যেমন আনন্দের, তেমনি দুঃখেরও। আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হতে হবে।”

সম্মেলনে বিকেলে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!