ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

জানা গেল কবে কোথায় বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৯, ২০২৫, ০১:০৬ পিএম জানা গেল কবে কোথায় বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন

আগামী ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে ট্রাম্প নিজেই জানিয়েছেন। আলোচনার অংশ হিসেবে তিনি ভূখণ্ড বিনিময়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প জানান, “আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি।” যদিও কয়েক মাস ধরে যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টায় কী পরিবর্তন এসেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ট্রাম্প বলেন, “এটা জটিল একটি বিষয়। তবে কিছু অঞ্চল আমরা পাবো, কিছু অঞ্চল বদল হবে—উভয় পক্ষের জন্যই ইতিবাচক কিছু হবে।” তার এই বক্তব্যকে বিশ্লেষকরা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অঞ্চল বিনিময়ের প্রস্তাব হিসেবে দেখছেন।

তবে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা দখলকৃত অঞ্চল—যেমন ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া—রাশিয়ার কাছে হস্তান্তরের যেকোনো প্রস্তাবের বিরোধিতা করে আসছে। অন্যদিকে পুতিন বারবার বলেছেন, কোনো সমঝোতায় পৌঁছাতে হলে ইউক্রেনকে ২০১৪ সাল থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অঞ্চল ছেড়ে দিতে হবে।

পুতিন আরও দাবি করেছেন, পশ্চিমা সহায়তা বন্ধ করা এবং ন্যাটোতে ইউক্রেনের যোগদানের প্রচেষ্টা থামাতে হবে। তবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বৈঠকের লজিস্টিকস নিয়েও প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং এর রায়কে স্বীকৃতি দেয় না।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ১৫ আগস্ট সর্বশেষ মুখোমুখি বৈঠক করেছিলেন দুই নেতা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!