ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

মার্কিন আদালতে ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষণা

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৩০, ২০২৫, ১১:২৫ এএম মার্কিন আদালতে ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষণা

যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগকে অবৈধ ঘোষণা করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) দেওয়া রায়ে বলা হয়, ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (International Emergency Economic Powers Act) আওতায় এসব শুল্ক আরোপ করেছিলেন। তবে এ আইন প্রেসিডেন্টকে এমন ক্ষমতা দেয় না, শুল্ক আরোপের ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে ন্যস্ত।

রায়ের ফলে বিশ্বব্যাপী ট্রাম্পের আরোপ করা ১০ শতাংশ ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ এবং কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক বাতিল হতে পারে। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্ক বহাল থাকবে, কারণ সেগুলো অন্য আইনের অধীনে আরোপ করা হয়েছিল।

আদালত রায় কার্যকর হওয়ার তারিখ ১৪ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে, যাতে হোয়াইট হাউস চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে।

রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, সিদ্ধান্তটি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। তার দাবি, এ রায় বহাল থাকলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়বে।

আইন বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এসব শুল্ক বাতিল হলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের মতে, বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ানো এখন প্রায় নিশ্চিত। সেখানে রিপাবলিকানদের নিয়োগ পাওয়া ছয়জন বিচারপতি রয়েছেন, যার মধ্যে তিনজন ট্রাম্প নিজেই নিয়োগ দিয়েছিলেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!